গোবিন্দ রায়: অবশেষে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে মানতে হবে একাধিক শর্ত।
২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যও পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বারবার আদালতে জামিনের আর্জি জানান কুন্তল। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি। তবে লাভ হয়নি। মামলা হাই কোর্টে ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। একমাসের মধ্যে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়। অবশেষে বুধবার মিলল জামিন। ইডির মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।
তবে একাধিক শর্ত মানতে হবে কুন্তলকে। হাই কোর্টের নির্দেশ, পাসপোর্ট থাকলে তা জমা দিতে হবে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। যদিও এই জামিনেই ঘুচবে না বন্দিদশা। কারণ, ইডির মামলায় জামিন মিলেছে কুন্তলের। এখনও সিবিআইয়ের মামলায় জামিন মেলেনি। ফলে জেলেই থাকতে হবে তাঁকে।