সন্ধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হবে, দুই রাজ্যের বুথ ফেরত সমীক্ষার ফল। যদিও ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই এমন সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। যার সাম্প্রতিকতম উদাহরণ গত মাসে হরিয়ানার বিধানসভা ভোট।
ঘন ধোঁয়াশায় ঢেকে রয়েছে দিল্লি। কড়া পদক্ষেপ করেও দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কৃত্রিম বৃষ্টিই একমাত্র দেশের রাজধানীকে দূষণ থেকে রক্ষা করতে পারে বলে দাবি করলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে মঙ্গলবার চিঠি দিলেন তিনি। অনুমতি কি মিলবে?
অশান্ত মণিপুরে পরিস্থিতির নতুন করে অবনতি না হলেও পুরোপুরি শান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিধায়কদের মধ্যেও চাপানউতোর শুরু হয়েছে। স্বস্তিতে নেই বিজেপি। ইতিমধ্যে সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। সেখানকার পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে।
মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তবে আগামী পাঁচ দিনে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশায় ঢাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আট জেলা।