• পুজো দিতে বেরিয়ে সোজা বাঁকুড়া, হাতুড়ে ডাক্তারের পাল্লায় পড়েই মর্মান্তিক পরিণতি কিশোরীর
    ২৪ ঘন্টা | ২০ নভেম্বর ২০২৪
  • মৃত্যুঞ্জয় দাস: হাওড়ার ডোমজুড়ের এক নাবালিকাকে বাঁকুড়ায় নিয়ে এসে খুন করার অভিযোগ ওঠে তার প্রেমিক ও প্রেমিকের বাবার বিরুদ্ধে। নাবালিকার পরিবারের অভিযোগ পাওয়ার পরে বাঁকুড়ার ছাতনা থানার পুলিস গ্রেফতার করে অভিযুক্ত প্রেমিক রাহুল বাউরী ও তার বাবা ধীরেন্দ্রনাথ বাউরীকে। দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ডোমজুড়ের ওই নাবালিকা। ওই ঘটনায় দুই অভিযুক্তকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস।

    মঙ্গলবার অভিযুক্ত দুজনকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে বাঁকুড়া জেলা আদালত পুলিসের আবেদনের ভিত্তিতে দুজনকে ৫ দিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেয়। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিসের হাতে উঠে আসে নয়া তথ্য।

    পুলিস সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকা অন্তসত্ত্বা হয়ে পড়েছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিস এই  তথ্য পেয়েছে। গত ১৫ নভেম্বর প্রেমিক রাহুল ওই নাবালিকা দক্ষিনেশ্বর নিয়ে যাওয়ার নাম করে বাঁকুড়ায় নিয়ে আসে। বাঁকুড়ার ছাতনা এলাকায় ওই নাবালিকার গর্ভপাত করানোর জন্য স্থানীয় এক কোয়াক চিকিতসকের কাছে নিয়ে যায় রাহুল। সেখানেই ভুল চিকিতসার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। তারপরেই ওই নাবালিকাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে চিকিতসার জন্য নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় ওই নাবালিকার। জিজ্ঞাসাবাদে পুলিস এই তথ্য পাওয়ার পরেই ওই কোয়াক চিকিতসকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। ধৃত চিকিতসকে বুধবার হাজির করা হয় বাঁকুড়া জেলা আদালতে।

    পুলিস সূত্রে খবর, গত ১৫ নভেম্বর হাওড়ার ডোমজুড়ে নাবালিকা প্রেমিকাকে নিয়ে দক্ষিনেশ্বরে পুজো দেওয়ার নাম করে বের হন প্রেমিক রাহুল বাউরী। পরের দিন নাবালিকার পরিবার জানতে পারে ওই নাবালিকাকে নিয়ে রাহুল বাঁকুড়ার ছাতনা থানার ধগড়ায় নিজের বাড়িতে গিয়েছে। সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নাবালিকাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। জানতে পেরে পরিবারের লোকজন সেখানে ছুটে গিয়ে দেখেন নাবালিকার মৃত্যু হয়েছে।

  • Link to this news (২৪ ঘন্টা)