• মেল-এক্সপ্রেসে বাড়তি দ্বিতীয় শ্রেণির কোচ যোগ করল পূর্ব রেল, তালিকায় কোন কোন ট্রেন?
    ২৪ ঘন্টা | ২০ নভেম্বর ২০২৪
  • অয়ন ঘোষাল: মধ্যবিত্ত এবং সাধারণ শ্রেণির যাত্রীদের আরামদায়ক ও কম খরচে যাত্রা সুনিশ্চিত করতে, বিভিন্ন জনপ্রিয় মেল ও এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ যুক্ত করল পূর্ব রেল। এই পদক্ষেপের মাধ্যমে  সাধারণ শ্রেণীর  যাত্রীদের আরো ভালো পরিষেবা প্রদান করা যাবে বলেই মনে করছে রেল।

    বিভিন্ন জায়গায় পেশার তাগিদে নিয়মিত ভাবে যারা ভ্রমণ করেন তাদের যাতায়াতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এককথায় যাদের  মহারাষ্ট্র , গুজরাট ও দক্ষিণ ভারত কর্মস্থল তারা স্বল্প খরচে এবং সহজেই এই দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচগুলির মাধমে যাতায়াত করতে পারবেন। এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে যাদের দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই যাবার প্রয়োজন অথচ টিকিট পাচ্ছেন না তারা এই পরিষেবার মাধ্যমে সহজেই গন্তব্যে পৌঁছে যাবেন।  

    যেসব ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ যুক্ত হয়েছে

    •    ১২৩৬৭/৬৮ ভাগলপুর - আনন্দবিহার - ভাগলপুর বিক্রমশীলা এক্সপ্রেস -০২ টি সাধারণ শ্রেণি

    •    ১২৩১৫/১৬ কলকাতা - উদয়পুর সিটি - কলকাতা অনন্যা এক্সপ্রেস - ০২ টি সাধারণ শ্রেণি

    •    ১২৩১৭/১৮ কলকাতা - অমৃতসর - কলকাতা অকালতখ্ত এক্সপ্রেস - ০২ টি সাধারণ শ্রেণি

    •    ১৩৪২৫/২৬ মালদা টাউন - সুরাট - মালদা টাউন এক্সপ্রেস - ০২ টি সাধারণ শ্রেণি

    •    ২২৩০৬/০৫ জসিডি - এস এম ভি টি বেঙ্গালুরু - জাসিডি এক্সপ্রেস - ০২ টি সাধারণ শ্রেণি

    •    ২২৩০৭/০৮ হাওড়া -  বিকানের - হাওড়া  এক্সপ্রেস - ০১ টি সাধারণ শ্রেণি

    •    ১২৩০৭/০৮ হাওড়া -যোধপুর - হাওড়া এক্সপ্রেস -০১ টি সাধারণ শ্রেণি

    •    ১২৩২১/২২ হাওড়া - ছাত্রপাতি শিবাজী মহারাজ টার্মিনাস - হাওড়া মুম্বই মেল - ০১ টি সাধারণ শ্রেণি

  • Link to this news (২৪ ঘন্টা)