বেলডাঙা যাওয়ার পথে বাধার মুখে সুকান্ত, পুলিশের সঙ্গে বচসা, প্রবল উত্তেজনা
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৪
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বেলডাঙা যাওয়ার পথে পুলিশি বাধার মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কৃষ্ণনগরে তাঁকে আটকায় পুলিশ। সেখানেই পুলিশ ও বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বচসায় জড়ান। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ। প্রবল উত্তেজনা এলাকায়।
দুই গোষ্ঠীর সংঘর্ষে শনিবার রাতে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। পরবর্তীতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এই ঘটনায় হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়। এই পরিস্থিতিতে বুধবার বেলডাঙা যাচ্ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কৃষ্ণনগরে তাঁর কনভয় আটকায় পুলিশ। এর পরই পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ময়দানে নামে ব়্যাফও। আটকে দেওয়া হয় জাতীয় সড়ক। এদিকে নিজের অবস্থান থেকে একবিন্দুও সরতে রাজি হননি সুকান্ত। রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি।
সুকান্তবাবু বলেন, “পুলিশ বলছে, গেলে অশান্তি হবে তাই আটকানো হচ্ছে। তাহলে পুলিশ এসকর্ট করে নিয়ে যাক। পুলিশ সঙ্গে থাকুক। তাতেও রাজি হচ্ছে না প্রশাসন। বেলেডাঙায় মন্দির ভাঙার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাহলে হাতে বন্দুক কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য?” যদিও দীর্ঘ অশান্তির পরও সুকান্ত বেলডাঙা যাওয়ার অনুমতি পাননি। বিজেপি সাংসদ ও কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়।