বাণিজ্যের জগতে নয়া বিপ্লব, ফেমিনার সফল নারী কেজিএ কর্ণধার খুশবু
প্রতিদিন | ২০ নভেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন লক্ষ্মীর হাতেই লক্ষ্মী আসা। লক্ষ্মীর হাতেই গোটা দুনিয়া সাম্রাজ্য বিস্তার। কিংবা নতুন উড়ান। যা কিনা ইলেকট্রনিকসের জগতে বিপ্লবও বটে! হ্যাঁ, বাণিজ্যের দুনিয়ায় এমনই এক রূপকথা লিখেছেন কেজিএ কর্ণধার খুশবু খোসলা গুপ্তা। বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মান জানাতে ফেমিনা আয়োজিত অ্য়াচিভার্স পুরস্কারে, খুশবুর হাতে এল বিশেষ সম্মান। সফল ব্যবসায়ী হিসেবে আইকোনিক ফাউন্ডার, ফেমিনা অ্যাচিভার্স খোসলা অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন খুশবু খোসলা।
মাত্র ৩৪ বছর বয়সেই বাণিজ্যিক মহলে হইচই ফেলে দিয়েছেন খুশবু খোসলা। ইলেকট্রনিকস বা বলা ভালো হোম অ্য়াপ্লায়েন্সের জগতে বিপ্লব এনেছেন তিনি। কীভাবে প্রতিযোগিতার বাজারে গুণমান বজায় রেখে সবার সাধ্য অনুযায়ী, সাধপূরণ করা যায়, সেই লক্ষ্য নিয়েই এগিয়েছেন খুশবু। প্রায় ৮ বছর আগে স্বামী অভিনব গুপ্তার সঙ্গে নতুন স্বপ্ন দেখেছিলেন তিনি। আর সেই স্বপ্নই এখন খুশবুর হাত ধরে বাস্তবয়িত হয়েছে।
ব্রিটেনের নর্থ আমব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে International Business -এ মাস্টার ডিগ্রি করেন খুশবু। পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসায় কোমর বেঁধে নেমে পড়েন। প্রথম থেকেই তাঁর লক্ষ্য ছিল জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যবসাকে নিয়ে যাওয়া। আজ সেক্ষেত্রে সফলও তিনি। আর তাঁর এই সাফল্যকেই সেলিব্রেট করতে ফেমিনা তাঁকে সম্মানে ভূষিত করল। খুশবুর একটাই উদ্দেশ্য, শুধু অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা নয়, ক্রেতাদের সুবিধা ও অসুবিধাকে গুরুত্ব দেওয়া। আর এই লক্ষ্যই অন্যদের থেকে খুশবুকে আলাদা করে।