• কলকাতা ও হাওড়া পুলিশে ব্য়াপক রদবদল
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশে ফের রদবদল। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদ থেকে সরলেন মুরলীধর শর্মা। তাঁর বদলে এলেন ডা. প্রণব কুমার। বদল হল ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান পদেও। হাওড়া কমিশনারেটেও একাধিক পদে রদবদল ঘটাল নবান্ন।

    কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে ছিলেন মুরলীধর শর্মা। সামলাচ্ছিলেন ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বও। এবার তাঁকে পাঠানো হল বারাকপুরের রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে। এতদিন সেখানে দায়িত্বে পালন করছিলেন ড. প্রণব কুমার। তাঁকে আনা হল কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে। সামলাবেন ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বও।

    এদিকে হাওড়া (গ্রামীণ) পুলিশ সুপারের পদে থাকা স্বাতী ভাঙ্গালিয়াকে পাঠানো হল সাইবার ক্রাইমের সুপার পদে। হাওড়ার ডিসি (সাউথ) পদে থাকা বিশ্বজিৎ মাহাতোকে ডিসি সেন্ট্রালে (হাওড়া) করা হল। আবার ডিসি সেন্ট্রালে (হাওড়া) সুবিমল পাল বদলি হলেন হাওড়া গ্রামীণে সুপার পদে। আইবি থেকে সুরিন্দর সিংকে পাঠানো হল হাওড়ায়। তিনি হলেন ডিসি (সাউথ)। সবমিলিয়ে বছর শেষের আগেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল ঘটাল নবান্ন। 

    সম্প্রতি, কলকাতা ও রাজ্য়ের বিভিন্ন প্রান্তে একের পর এক অপরাধ ঘটে চলেছে। যা দেখে অনেকে গোয়েন্দা বিভাগের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে। এর মাঝেই ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানকে বদলে দিল নবান্ন। 
  • Link to this news (প্রতিদিন)