আরামবাগে রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা, যান নিয়ন্ত্রণ
বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু হল। পূর্তদপ্তরের তরফে বুধবার থেকে সেতুর স্বাস্থ্যপরীক্ষার কাজ শুরু হয়। এজন্য যান নিয়ন্ত্রণ করা হয়েছে। সেতুর একটি লেন বন্ধ রেখে যন্ত্রের সাহায্যে স্বাস্থ্যপরীক্ষার কাজ করেন পূর্তদপ্তরের বিশেষজ্ঞরা। দ্বারকেশ্বর নদের উপর পুরনো এই সেতুর বর্তমানে ভার বহন ক্ষমতা কতটা রয়েছে তা যাচাই করতেই ইঞ্জিনিয়াররা তা খতিয়ে দেখছেন। আজ, বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে বলে পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে।
পূর্তদপ্তরের হুগলির এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজয় রায় বলেন, বর্তমানে সেতুর হাল জানতে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতে সেতু নিয়ে পরবর্তী পদক্ষেপ হবে। পুলিসের সঙ্গে আলোচনা করেই এই কাজ হচ্ছে। তারফলে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। যানজট হয়নি।
পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, কয়েক বছর আগে একবার রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। এদিন ফের তা শুরু হয়েছে। রাজ্যের ব্রিজ মনিটরিং টিমের সদস্যরা বিশেষ যন্ত্র নিয়ে এসে পরীক্ষা করছেন। তার সঙ্গে খালি চোখেও হাল খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা। এদিন এই কাজের জন্য পূর্তদপ্তরের কর্তারা হাজির ছিলেন।
সকাল ১০টা নাগাদ স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করা হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তা চলেছে। সেইজন্য আগে থেকেই ট্রাফিক পুলিস যান নিয়ন্ত্রণ করে। ব্রিজের একটি লেনে নির্দিষ্ট নিয়ম মেনে যানগুলিকে ছাড়া হয়। আজ, বৃহস্পতিবারও সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ সেতুর বয়স প্রায় ৬০ বছর। আরামবাগ থেকে বাঁকুড়া ও মেদিনীপুর যাতায়াতের জন্য এই রামকৃষ্ণ সেতু অন্যতম সংযোগকারী। দ্বারকেশ্বর নদের উপর থাকা এই সেতু বেহালও হয়েছে একাধিকবার। একইসঙ্গে পূর্তদপ্তরের তরফে তা সংস্কারও করা হয়েছে। তবে বর্তমানে ক্রমশ যান চলাচলের সংখ্যা বাড়ছে। তাই বাসিন্দারা দ্বারকেশ্বর নদের উপর বিকল্প আরএকটা সেতু নির্মাণের দাবিও জানিয়ে আসছেন।
পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, সেতুটি ঠিকঠাক রয়েছে কি না তা দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁরা যা রিপোর্ট দেবেন প্রয়োজনমতো সংস্কারের কাজ করা হবে। রামকৃষ্ণ সেতুর পর আরামবাগ-চাঁপাডাঙা রাজ্য সড়কের উপর বলরামপুরে কানা দ্বারকেশ্বরের সেতুটিরও স্বাস্থ্য পরীক্ষা করবে পূর্তদপ্তর। তার প্রস্তুতিও শুরু হয়েছে।