নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ৩০০বছর আগে বৃন্দাবন থেকে কালাচাঁদ বিগ্রহ নিয়ে আসা হয়েছিল সিউড়ির নুড়াইপাড়ায়। সেখানকার মন্দিরে রাসের পর পঞ্চম দিনে মহা ধুমধামের সঙ্গে পঞ্চম রাস উদযাপন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই রাস উৎসব ঘিরে মেলাও বসেছে। কালাচাঁদের বিগ্রহ বছরের বিভিন্ন সময় একে একে তিনটি জায়গায় ঘোরে। জনশ্রুতি অনুযায়ী, ১৬৭০ সাল নাগাদ বৃন্দাবনে বিদেশি আক্রমণ হয়। সেসময় তৎকালীন চন্দ্রভাগা নদীর তীরে সিংহনারায়ণপুর গ্রামের দুই ভাই আউল গোস্বামী ও বাউল গোস্বামী সেখানকার কালাচাঁদের বিগ্রহ নিয়ে সিউড়ি চলে আসেন। সেই থেকে এখানে রাস-পরবর্তী পঞ্চম দিনে উৎসব হয়। সেজন্য পুরো নুড়াইপাড়া আলোকসজ্জায় সেজে উঠেছে। রাসমঞ্চের চারদিকে মেলা বসেছে। তিনদিন ধরে পঞ্চম রাস চলবে। রাসের দায়িত্বে থাকা আনন্দবল ঠাকুর বলেন, আউল ও বাউল গোস্বামীর উত্তরসূরিরা রাউতারা ও কুনুরি গ্রামে বসবাস করেন। আমরা দৌহিত্র সূত্রে এখানে রাস করি। ৯ পৌষ থেকে ফাল্গুন মাস অবধি কালাচাঁদ রাউতাড়ায় থাকবেন। আটমাস থাকেন কুনুরিতে। আর এখানে ৫৪দিন থাকেন। পঞ্চম রাসে তিনদিন নানা পালা, কীর্তন, কবিগান হবে। প্রতিদিন প্রসাদ খাওয়ানো হবে। - নিজস্ব চিত্র