স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল জামালদহের গোপালপুর
বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, মেখলিগঞ্জ: স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা পেল ১৮৬ নম্বর গোপালপুর গ্রাম। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ পঞ্চায়েতের এই গ্রামে এতদিন যাতায়াতের একমাত্র ভরসা ছিল মাটির তৈরি রাস্তা। অবশেষে গ্রামে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি ওই জনপদের বাসিন্দারা। গ্রামের রাস্তা পাকা করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সম্প্রতি পাকা রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৮৬ নম্বর খারিজা গোপালপুর গ্রামের কাদোরবাড়ি থেকে কেশরীবাড়ি পর্যন্ত ২৪৯০ মিটার রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ অনেক দূর এগিয়েছে। স্বাধীনতার পর গ্রামে প্রথম বিটুমিনাসে রাস্তা তৈরি হচ্ছে দেখে দারুণ খুশি এলাকার বাসিন্দা জয়দেব বর্মন, দীনবন্ধু রায়, জবা মণ্ডল। তাঁরা বলেন, এতদিন মাটির রাস্তায় হেঁটেছি। এই প্রথম গ্রামের ভিতরে পিচের তৈরি রাস্তায় হাঁটব। খুবই ভালো লাগছে।
বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পাকা করার কাজ জোরকদমে চলছে। জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন বলেন, এতদিন ওই গ্রামটিতে কোনও পাকা রাস্তা ছিল না। এবার সেই অভাব ঘুচতে চলেছে। বাসিন্দাদের আর আগের মতো দুর্ভোগ পোহাতে হবে না। নতুন বছরের শুরুতেই রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশা করছি। - নিজস্ব চিত্র।