• মেলায় যেতে রাজি হননি স্ত্রী, বৈষ্ণবনগরে আত্মঘাতী যুবক
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াচক: বাড়ির পাশে চলছে নামকীর্তন মেলা। মেলায় যেতে অনুরোধ স্ত্রীকে করেছিলেন এক যুবক। কিন্ত, স্ত্রী মেলায় যেতে রাজি হননি। পরে বন্ধুদের সঙ্গে মেলা ঘুরে এসে ফাঁকা বাড়িতে আত্মঘাতী হলেন সেই যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের দরিয়াপুর ভাদুটোলা গ্রামে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জিত মণ্ডল(২৩)। 

    স্থানীয় সূত্রে খবর, একবছর আগে সঞ্জিতের বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামের মিতা মণ্ডলের সঙ্গে। তারপর থেকে তাদের মধ্যে নিত্য অশান্তি চলত। তিন মাস আগে তাদের পুত্রসন্তান হয়। সঞ্জিত স্ত্রীকে আনতে বাপের বাড়ি থেকে আনতে যান। কিন্তু, স্ত্রী আর শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি। যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জিত।

    মৃত যুবকের এক আত্মীয় রমেন মণ্ডল বলেন, সঞ্জিত মেলায় বন্ধুদের সঙ্গে গিয়েছিল। তারপর হঠাৎ সে বাড়ি চলে যায়। তখন বাড়ি ফাঁকাই ছিল। বাড়ির সকলেই মেলায় গিয়েছিল। রাতে পরিবারের অন্য সদস্যরা বাড়ি ফিরে দেখেন, সঞ্জিতের ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরেও দরজা খোলেননি সঞ্জিত‌। এরপরই দরজা ভেঙে ভিতরে ঢুকতেই সঞ্জিতের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। তরিঘড়ি তাঁকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    সঞ্জিতের দাদা রঞ্জন মণ্ডল বলেন, ভাইয়ের স্ত্রী বাড়িতে থাকত না। অনেকবার ভাই ওকে আনতে গিয়েছে। কিন্তু ও আসেনি। পুত্র সন্তানকেও দেখতে দিত না। যার কারণে ভাইয়ের মানসিক অবস্থা ঠিক ছিল না। গতকাল দুপুরে ভাই আমাদের সামনে থেকেই তার স্ত্রীকে ফোন করে মেলা দেখতে আসার কথা বলে। কিন্তু সে না বলে দেয়। 

    মৃতের দাদার বলেন, সন্ধ্যার পর ভাই বন্ধুদের নিয়ে মেলায় যায়। তার যাওয়ার ঘন্টাখানেক পর আমরাও মেলায় যাই। রাতে এসে দেখি তার ঘরের দরজা লাগানো। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই ওর ঝুলন্ত দেহ দেখতে পাই। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে।  
  • Link to this news (বর্তমান)