• মদের আসরে পুলিসের হানা, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, হিলিতে মদ্যপদের তাণ্ডব রুখতে লাঠিচার্জ, ধৃত ৬
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বালুরঘাট: পানীয় জল বা রাস্তার দাবি নয়, মদের আসর থেকে গ্রেপ্তার হওয়া দু’জনকে ছাড়াতে পথ অবরোধ করল মদ্যপরা। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওর এলাকার এই ঘটনা ঘিরে ধুন্ধুমার কাণ্ড। হিলি-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করেই থেমে থাকেনি মদ্যপরা। তাদের দাবি,সরকারকে ট্যাক্স দিয়ে মদ কিনেছি। কেন গ্রেপ্তার করা হবে? এরপরেই মদের দোকানে গিয়ে তাণ্ডব শুরু করে অভিযুক্তরা। পরে সড়ক অবরোধ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান আবগারি দপ্তরের কর্মীরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে বিশাল কমব্যাট ফোর্স নিয়ে ময়দানে নামে হিলি থানার পুলিস। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় হাঙ্গামাকারীদের। ৬ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে ৪৫ জনের বিরুদ্ধে। 

    হিলি থানার আধিকারিক বিশ্বজিৎ বর্মন বলেন, তিওর এলাকায় মদ্যপ অবস্থায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তা নিয়ে বিশৃঙ্খলা করে কিছু মদ্যপ। পুলিস অবরোধ তুলে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে তিওর হাটখোলা এলাকায় প্রকাশ্যে কয়েকজন মদ্যপান করছিল। পুলিস টহল দিতে গিয়ে তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করে। সেই খবর ছড়িয়ে পড়লে এলাকার বেশকিছু মদ্যপ পুলিসের পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিস ধৃতদের ছেড়ে দেওয়ার দাবি না মানলে বিক্ষোভ বাড়তে থাকে। কর্তব্যরত পুলিস অফিসারকে হেনস্তা করা হয় বলেও অভিযোগ। প্রায় এক ঘণ্টা পথ অবরোধ চলতে থাকায় যানজট শুরু হয়। অবরোধ তুলতে পুলিস একাধিকবার বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। বাধ্য হয়ে পুলিস লাঠিচার্জ শুরু করে। কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে ৬ জনকে পুলিস গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে যুক্ত আরও প্রায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা  হয়েছে।

    (হিলি থানার তিওরে পথ অবরোধ। - নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)