• সীমান্তে ঘর সরাতে ৭২ ঘণ্টা সময় বিএসএফের
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: সীমান্ত সুরক্ষায় দিতে হবে কাঁটাতারের বেড়া। সেজন্য তিনটি পরিবারকে ভিটা সরিয়ে নেওয়ার কথা বলতেই পাল্টা বিএসএফ-এর বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি তুফানগঞ্জ-১ ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী উত্তর বালাভূতের। 

    ওই তিনটি পরিবারের অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য ব্যক্তিগত জমি থেকে সরে যাওয়ার চাপ দিয়েছে বিএসএফ। দিন কয়েক আগে বাড়ির চালা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে এসেছে। বুধবার তুফানগঞ্জ-১ বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানালেন তিন পরিবারের সদস্যরা। অভিযোগকারী বিমল শীল, রাজুবালা শীল বলেন, ক্ষতিপূরণ বাবদ মাত্র দশ হাজার টাকা দেওয়া হয়েছে। সামান্য এই বসতভিটে ছাড়া মাথা গোঁজার আর ঠাঁই নেই আমাদের। এই অবস্থায় ঘরবাড়ি ভেঙে দিলে পরিবার নিয়ে কোথায় যাব, বুঝতে পারছি না। আমরা প্রত্যেকেই বিডিওর কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছি। বিডিও সঞ্জয় ঘিসিং বলেন, যেহেতু আন্তর্জাতিক সীমান্তের বিষয়, তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
  • Link to this news (বর্তমান)