স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত গৃহবধূ
বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, ময়নাগুড়ি: স্বামী অবৈধ সম্পর্কে লিপ্ত। এই অপকর্মের প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তার জেরে মারধর করে বধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মারধরে গৃহবধূ জখম হন। তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিত্সা করিয়েছেন। বুধবার ময়নাগুড়ি থানায় এসে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত হচ্ছে।
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ির খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের হাতিরবাড়ি এলাকার অলক সরকারের সঙ্গে ওই বধূর আটমাস আগে বিয়ে হয়। অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকে তাঁর স্বামী ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে ওই গৃহবধূ জানতে পারেন, তাঁর স্বামী এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। এর প্রতিবাদ করায় তার স্বামী সহ শাশুড়ি তার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। মঙ্গলবার একই বিষয়কে কেন্দ্র করে গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দেয়। বধূ শ্বশুরবাড়ির লোকজনদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বধূর শাশুড়ি দ্রৌপদী সরকার। তিনি বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। তার ছেলে বাড়িতে নেই। কোথায় রয়েছেন তিনি জানেন না। ওই বধূ মানসিক ভারসাম্যহীন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।