• জল প্রকল্পে দুষ্কৃতী হানা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়িতে একটি সৌরচালিত পানীয় জল প্রকল্পের যন্ত্রাংশ ভেঙে দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে আর আর প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একাংশে বসানো সৌরচালিত পানীয় জল প্রকল্পের ওয়াটার ট্যাঙ্কের পাইপ, বিপ কক ভাঙা অবস্থায় দেখতে পান বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা কানু দে, শঙ্কর দে বলেন, এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সৌরচালিত জল প্রকল্প করেছে গ্রাম পঞ্চায়েত। এখান থেকে  গ্রামবাসীরা ওই জল খান। স্কুলের ছাত্র ছাত্রীরা এই কল থেকেই জল খায়। কিন্তু এভাবে বিপ কক, পাইপলাইন ভেঙে দেওয়া দুর্ভাগ্যজনক। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সৌমেন চন্দ বলেন, স্কুলের মাঠে পানীয় জল প্রকল্পের যন্ত্রাংশ ভেঙে ফেলার বিষয়টি আমরা গ্রাম পঞ্চায়েতকে জানাব। পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায় বলেন, পুনরায় মেরামত করে পানীয় জল পরিষেবা স্বাভাবিক করা হবে।
  • Link to this news (বর্তমান)