• চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানের স্থান বদল, প্রথম পছন্দ ‘ধন ধান্য’ প্রেক্ষাগৃহ
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। প্রতি বছর চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়। সূত্রের খবর, এ বছর আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বেশি। প্রতি বছর বলিউডের নামকরা সেলেব্রিটিরা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে আসেন। এ বছর কারা আসছেন? সূত্রের খবর, এখনও পর্যন্ত অতিথি তালিকা ঠিক হয়নি। ইন্ডোর স্টেডিয়াম থেকে ধন ধান্য প্রেক্ষাগৃহ কেন? জানা গিয়েছে, বিশ্বমানের এই প্রেক্ষাগৃহ এখন কলকাতা শহরের একটি আইকনিক স্থান। বেশিরভাগ সরকারি অনুষ্ঠানই এখন এই প্রেক্ষাগৃহে হয়। তাই উদ্যোক্তাদের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে ধন ধান্য। যদিও একটি সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহও রয়েছে পছন্দের তালিকায়। জানা গিয়েছে, এবছর চলচ্চিত্র উত্সবে বিশেষ স্ক্রিনিং ও প্রদর্শনীর মাধ্যমে তপন সিনহার জন্মশতবার্ষিকী উদযাপন হবে। উদ্বোধনী ছবি হিসেবে তাই রবি ঘোষ অভিনীত ‘গল্প হলেও সত্যি’ সিনেমাটিকে বেছে নেওয়া হয়েছে।

    ৪ ডিসেম্বর শুরু হয়ে চলচ্চিত্র উত্সব চলবে ১১ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই আন্তজার্তিক বিভাগ, ভারতীয় ভাষার ছবি, নেটপ্যাক, ছোট ছবি ও বেঙ্গলি প্যানোরামা বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি মনোনীত। ফ্রান্স, বুলগেরিয়া, জাপান সহ বিভিন্ন দেশের সিনেমা রয়েছে। ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পনাহির সম্পাদনায় নাদের সেইভারের পরিচালনায় তৈরি ‘দ্য উইটনেস’ ছবিটি রয়েছে প্রতিযোগিতায়। ভেনিস চলচ্চিত্র উত্সবে এই ছবির প্রিমিয়ার হয়েছিল। আশিস অভিকুন্তকের ‘বিধ্বস্ত’ রয়েছে এই তালিকায়।
  • Link to this news (বর্তমান)