মন্দারমণি: জেলা প্রশাসনের নির্দেশকে চ্যালেঞ্জ, হাইকোর্টে হোটেল মালিকরা
বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোটেল ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন মন্দারমণির হোটেল মালিকদের একাংশ। ওয়েস্ট বেঙ্গল কোস্টাল রেগুলেশন জোন অথরিটির রাজ্য স্তরের কমিটির চেয়ারম্যানের জারি করা নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
যদিও হোটেলে বুলডোজার চালানোর নির্দেশে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনও হোটেলে বুলডোজার চলবে না। তারপরও হাইকোর্টের দ্বারস্থ হলেন হোটেল মালিকদের একাংশ। মামলায় তাঁদের দাবি, হোটেল ব্যবসার মাধ্যমেই তাঁদের রুজিরুটি চলে। তা ভাঙা পড়লে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন। পাশাপাশি এলাকার পর্যটন শিল্পেও ব্যাপক প্রভাব পড়বে। ২০২২ সালের মে মাসে বেআইনিভাবে নির্মিত হোটেলগুলি ভাঙতে নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেই নির্দেশ কার্যকর করতেই নির্দেশিকা জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল কোস্টাল রেগুলেশন জোন অথরিটি। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা।