নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন মঞ্জুর হলেও এখনই ছাড়া পাচ্ছেন না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। বুধবার ইডির দায়ের করা মামলায় কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না কুন্তল।
এর আগে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কুন্তল। তাঁর সেই মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। পাশাপাশি হাইকোর্টকে একমাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে বলেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। এরপর বুধবার ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি। একাধিক শর্তসাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, কুন্তলকে নিম্ন আদালতে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। এলাকা ছাড়তে পারবেন না। তিনি কোনও তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কুন্তলের। ২০২৩ সালের ২১ জানুয়ারি লাগাতার তল্লাশি চালানোর পর কুন্তলকে গ্রেপ্তার করা হয়।