• ম্যাকাউটে চালু হল ইন্টারনেট রেডিও পরিষেবা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) হরিণঘাটা ক্যাম্পাসে বুধবার থেকে চালু হল ইন্টারনেট রেডিও পরিষেবা। গতবছর এই বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও ‘রেডিও ম্যাকাউট ৯০.০ এফএম’ চালু হয়। একবছরের মধ্যেই তার সঙ্গে নতুন সংযোজিত হল ইন্টারনেট পরিষেবা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগামী মাস থেকে নির্দিষ্ট অ্যাপ খুললেই বিশ্বের যেকোনও এলাকা থেকে ২৪ ঘণ্টা রেডিও পরিষেবা মিলবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ামক পার্থপ্রতিম লাহিড়ী বলেন, প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের এলাকা উন্নয়নের (এমপি ল্যাড) অর্থে এই পুরো প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। বুধবারই রেডিও ম্যাকাউট-কে ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। পাশাপাশি গত মঙ্গলবার রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকারের এমপি ল্যাডের টাকায় ওই বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাম্বুলেন্স প্রাপ্তি হয়েছে।
  • Link to this news (বর্তমান)