• স্কুল জিমন্যাস্টিকে রাজ্যে চ্যাম্পিয়ন শিমুরালির দিয়া
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: রাজ্য স্কুল জিমন্যাস্টিকের অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে পাঁচটি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাকদহের দিয়া হালদার। সল্টলেক সাঁইয়ের মাঠে গত রবিবার শেষ হয়েছে ৬৮তম রাজ্য স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতা। সেখানেই দুটি সোনা, দুটি রুপো ও একটি ব্রোঞ্জের পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিয়া হালদার। দিয়া ফ্লোর এক্সারসাইজে সোনা, আনিবেন বার ও বিয়ে ইভেন্টে একটি করে রুপো এবং ভল্টে ব্রোঞ্জ পদক পেয়েছে। এছাড়া সে সাব জুনিয়র বিভাগের অলরাউন্ডে সোনার পদক পেয়েছে। সব মিলিয়ে দিয়া স্কুল গেমসে সারা রাজ্যের মধ্যে সাব জুনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। সে শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লসের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাড়ি চাকদহ ব্লকের মধ্য চাঁদুড়িয়ায়। তার স্বপ্ন, আগামী দিনে জাতীয় স্তরে অংশগ্রহণ করে পদক জয় করা। তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে সে। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চায় সে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাকে সহযোগিতা করছেন। দিয়ার বাবা দিলীপ হালদার বলেন, ‘গ্রামবাংলার ঘর থেকে আমার মেয়ে যেভাবে উঠে এসেছে তাতে আমি গর্বিত। আশা করছি, আগামী দিনে ও আরও ভালো ফল করবে। বাংলার মুখ উজ্জ্বল করবে ও।’ দিয়ার সাফল্যে খুশি বাসিন্দারা ও তার বন্ধুরা।
  • Link to this news (বর্তমান)