• কন্যাশ্রী পোর্টালেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাব কাণ্ডের পর এবার কন্যাশ্রী পোর্টালেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার (নিক) ইতিমধ্যেই রাজ্য সরকারকে এই বিষয়ে সতর্ক করেছে। নারী-শিশু কল্যাণ দপ্তর সমস্ত জেলাকে চিঠি দিয়ে জানিয়েছে, কন্যাশ্রী পোর্টালের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে কী কী ব্যবস্থা নেওয়া দরকার। পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি সমস্ত অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। সিস্টেম থেকে অযাচিত সফ্টওয়্যার সরাতে হবে। যথাযথ অ্যান্টিভাইরাস ব্যবহার ও নিয়মিত সিকিউরিটি স্ক্যান করারও নির্দেশ দেওয়া হয়েছে। ওয়েব ব্রাউজারে তথ্য সেভ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এই চিঠি রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয়েও পাঠানো হয়েছে ।
  • Link to this news (বর্তমান)