• বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ গ্রামীণ সম্পদ কর্মীদের
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: গ্রামীণ সম্পদ কর্মীদের পারিশ্রমিকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এমন অভিযোগ তুলে বুধবার মিনাখাঁর বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ দেখালেন মিনাখাঁ ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। তাঁদের দাবি, এই ঘটনার কথা বিডিও এবং জয়েন্ট বিডিওকে জানানো হয়েছে। কিন্তু তার ফলে উল্টে তাঁদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই বিডিও অফিসের সামনে এদিন বিক্ষোভ দেখান তাঁরা।

    সৌমী মণ্ডল নামে এক গ্রামীণ সম্পদ কর্মী জানান, ৫০ দিনের পারিশ্রমিক বাবদ দশ হাজার ছয়শো টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা ৬৬ জন কর্মী রয়েছি। প্রত্যেকেরই টাকা হাতানো হয়েছে। এই নিয়ে অভিযোগ করতে গেলে আমাদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এই অভিযোগ প্রসঙ্গে মিনাখাঁর বিডিও সেলিম হাবিব সর্দার বলেন, এই বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে এনিয়ে কটাক্ষ করেছেন বিজেপির যুব নেতা পলাশ সরকার। তিনি বলেন, গরিব মানুষের টাকা এইভাবে প্রশাসনের লোকজন মেরে দেবে, এটা মেনে নেওয়া যায় না। আমদের দাবি, ওই সব গরিব, অস্থায়ী কর্মীরা টাকা ফেরত পান।
  • Link to this news (বর্তমান)