• ২ লক্ষ টন ধান কিনবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: গতবারের তুলনায় এই বছরে উত্তর ২৪ পরগনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ধান কেনার ‘টার্গেট’ দ্বিগুণ করে দিল খাদ্যদপ্তর। এবার তাঁরা মোট ২ লক্ষ টন ধান কিনবেন বলে জানিয়েছে দপ্তর। আজ, বৃহস্পতিবার জেলায় ধান কেনা শুরু হবে। প্রতি ক্যুইন্টাল ধানে মহিলারা ৩০ টাকা করে পাবেন। শিবিরে গিয়ে ছোট কৃষকদের ধান বিক্রি করতে সমস্যা হয়। তাই ধান কিনতে কৃষকদের কাছেই যাবে স্বনির্ভর গোষ্ঠীগুলি।

    এবার বাংলায় কৃষকদের থেকে ধান কেনার জন্য মোট ৬২০টি সিপিসি (সেন্ট্রালাইজড প্রকিওরমেন্ট সেন্টার), ১৭৯টি মোবাইল সিপিসি, ২৪৪৪টি প্যাডি পার্চেজ সোসাইটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ১০৩৭টি স্বনির্ভর গোষ্ঠী ধান কেনার বরাত পেয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় ৭৭টি গোষ্ঠীকে ধান কেনার অনুমতি দেওয়া হয়েছে। এবার জেলায় মোট টার্গেট দেওয়া হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার টন। এর মধ্যে ২ লক্ষ টন ধান কিনবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলার। ধান কেনার সঙ্গে যুক্ত মহিলাদের প্রশিক্ষণ ও মেশিন প্রদান হয়ে গিয়েছে। বায়োমেট্রিক সিস্টেমে কীভাবে ধান কিনে কৃষকদের তথ্য আপলোড করতে হবে, তাও হাতেকলমে দেখান হয়ে গিয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন, সেজন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলার খাদ্য নিয়ামক জয়ন্তকুমার রায় বলেন, মহিলারা বাড়ি বাড়ি ঘুরে ধান কিনবেন। এতে কৃষকদের পরিবহণ খরচ কমবে, মহিলারাও টাকা রোজগার করতে পারবেন।
  • Link to this news (বর্তমান)