• বর্জ্য ব্যবস্থাপনার কাজে দ্বিতীয় দিনেও বাধা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য কল্যাণীতে চিহ্নিত জমিতে পাঁচিল দেওয়ার কাজে মঙ্গলবারের মতো বুধবারেও বাধা দেন এলাকার বাসিন্দারা। এদিনের বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে এলাকাবাসীদের একাংশ কাজে বাধা দেওয়ার পাশাপাশি বিক্ষোভও দেখান। সেখানে মহকুমা শাসক পৌঁছলে তাঁকে ঘিরেও বিক্ষোভ হয়। ঘণ্টা তিনেক কাজ বন্ধ থাকে। বিকেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মহাকুমা শাসকের বৈঠক হয়। সেখানে আশ্বাস পাওয়ার পর অবরোধ ওঠে এবং কাজ চালু হয়। বৈঠকের পর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন, আদালতের স্থগিতাদেশ ওখানে সামান্য জমির উপর রয়েছে। অন্য অংশে পাঁচিল দেওয়ার কাজ চলবে বলেও ওই বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)