• ট্যাক্সের রসিদ জাল, কল্যাণী পুরসভার অস্থায়ী কর্মী ধৃত
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী পুরসভার ট্যাক্সের রসিদ জাল করে পুলিসের হাতে ধরা পড়লেন পুরসভারই এক অস্থায়ী কর্মী। ধৃতের নাম সৌরেন দাস। তাঁর বাড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের এ-৭ এলাকায়। পুরসভার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের 

    নির্দেশ দেন। 

    অভিযোগ, ধৃত যুবক তাঁর ওয়ার্ডের একজনের নামে ট্যাক্সের রসিদ অর্থের বিনিময় অন্যের নামে করে দেয়। যাঁর নামে ওই জাল ট্যাক্সের রসিদ করে দেওয়া হয়েছিল, তিনি সেই রসিদ নিয়ে পুরসভায় মিউটেশনের জন্য আবেদনপত্র জমা দিতে যান। তখনই ওই বিভাগের কর্মীদের তৎপরতায় বিষয়টি সামনে আসে। ওই দপ্তরের কর্মীরা মিউটেশনের আবেদন জমা দিতে আসা যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে, অস্থায়ী ওই পুরকর্মীর নাম উঠে আসে। এরপর সেই কর্মীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রথমে অস্বীকার করলেও পরে চাপের মুখে তিনি দোষ স্বীকার করেন। এরপরেই পুলিস তাঁকে গ্রেপ্তার করে। 

    এই বিষয়ে কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, সরকারি নথি জাল করার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, আমরা পুরসভার পক্ষ থেকে তা তদন্ত করে দেখছি।
  • Link to this news (বর্তমান)