• বজবজ-পুজালি পুরসভার সীমানায় জেলা বইমেলা, যাতায়াত নিয়ে চিন্তা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বজবজ: ৩০ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা বজবজ ও পুজালি পুরসভার সীমানা সুভাষ উদ্যানে হচ্ছে। বজবজ ও পুজালির বাইরে থেকে যাঁরা এই বইমেলায় আসতে আগ্রহী, তাঁরা যাতায়াত নিয়ে উদ্বিগ্ন। তাই জেলা বইমেলা কমিটি যদি কলকাতা বইমেলার মতো ধর্মতলা ও তারাতলা এবং সায়েন্স সিটি থেকে বাসের ব্যবস্থা করে, তাহলে ভালো হয় বলে মনে করছেন তাঁরা।

    ভাঙড় ও ডায়মন্ডহারবারের বাসিন্দা বইপ্রেমী অনুপ সাহা, দিলীপ মণ্ডল, বিভাস মজুমদার, পিনাকি চৌধুরীদের কথায়, ধর্মতলা, তারাতলা, সায়েন্স সিটি থেকে বজবজ যাতায়াতের বাস দেওয়া উচিত। কারণ, এই জায়গাগুলি থেকে চারদিকের বাস পাওয়া যায়। শুধু এই শাখার ট্রেনের উপর ভরসা করে আসাটা অনেকের পক্ষেই সমস্যার হয়ে যাবে। তাছাড়া এখন শীতের রাতে দূরদূরান্ত থেকে বইমেলায় এসে ফিরে যাওয়ার সময় অটো পাওয়ার খুব সমস্যা হয়। তাই জেলা প্রশাসন ও বইমেলা কমিটির উচিত বাস পরিষেবা নিয়ে ভাবনা চিন্তা করা। জেলা বইমেলার অভ্যর্থনা কমিটির এবং বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, এটা নিয়ে পরিবহণ ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। পুজালি, মহেশতলা থেকে যে সমস্ত সরকারি বাস ছাড়া হয়, সেগুলি যাতে একটি নির্দিষ্ট সময়ে বইমেলা প্রাঙ্গণ থেকে ছাড়ে, তা দেখা হবে। 
  • Link to this news (বর্তমান)