সংবাদদাতা, বনগাঁ: আদালতের নির্দেশে রাস্তার পাশে সরকারি জমিতে থাকা ৬টি বেআইনি দোকান ভাঙল প্রশাসন। বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকান ভাঙার কাজ শুরু হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ছিল বাগদা থানার পুলিস। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা প্রবীরকুমার খান নামে এক ব্যক্তির করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত দোকানগুলি ভেঙে ফেলার নির্দেশ দেয়।
বাগদা থানার মামাভাগ্নে বাজারের পাশে প্রবীরকুমার খানের সাড়ে ছয় শতক জমি রয়েছে। কিন্তু জমির সামনে পিডব্লুডির জায়গায় ছ’টি দোকানঘর থাকায় তিনি জমিতে প্রবেশ করতে পারেন না। গত বছর ৩ নভেম্বর হাইকোর্টে দোকানগুলি উচ্ছেদের মামলা করেছিলেন তিনি। হাইকোর্ট চলতি বছরের ১৫ মে তাঁর পক্ষে রায় দেয়। তাঁর জায়গার সামনে পিডব্লুডির জমিতে থাকা দোকানগুলিকে উচ্ছেদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও আদালত দিয়েছিল স্থানীয় প্রশাসনকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে দোকানদাররা হাইকোর্টে মামলা করেন। কিন্তু হাইকোর্ট পুরনো রায়ই বহাল রাখে। বুধবার পুলিস প্রশাসন ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিডব্লুডির জমিতে থাকা ছ’টি দোকান ভেঙে দেওয়া হয়। দোকান ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ দোকানদাররা। তাঁদের দাবি, তাঁদের কথা না শুনেই কোর্ট এই নির্দেশ দিয়েছে। উচ্ছেদ হওয়া এক দোকানদার বলেন, দোকানগুলি আগে থেকেই ছিল। জমির মালিক পরে জায়গাটি কিনেছেন। এবিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, ওই ৬ টি দোকান বেআইনিভাবে সরকারি জায়গায় ছিল। পিছনের জমির মালিক আদালতে মামলা করেছিলেন। আদালতের নির্দেশে এদিন বেআইনি দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে।