• মুচিপাড়ায় সোনার গয়না হাতানো মামলায় বড় চক্রের যোগ রয়েছে
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস পরিচয় দিয়ে তল্লাশির নামে এক ব্যবসায়ীর ব্যাগ থেকে সম্প্রতি সাড়ে ১১ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেয় একদল দুষ্কৃতী। ওই ঘটনায় বড়সড় একটি অপরাধ ‘চক্র’ জড়িত বলে পুলিস বুধবার ব্যাঙ্কশাল আদালতে জানিয়েছে। সরকারি আইনজীবী বলেন, পুলিস বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতিমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি সোনা উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এক অভিযুক্ত এদিন ব্যাঙ্কশাল আদালতে যে কোনও শর্তে জামিনের আর্জি জানায়। তার আইনজীবী বলেন, পুলিস অহেতুক মামলাটিকে বড় করে দেখাচ্ছে। যার কোনও ভিত্তি নেই। তাঁর সাফাই, আমার মক্কেলের হেফাজত থেকে চোরাই সোনার অলঙ্কার পাওয়া যায়নি। স্রেফ সন্দেহের বশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিসের পক্ষ থেকে বলা হয়, এই সময় অভিযুক্ত জামিন পেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই ব্যবসায়ী রাতে বাস ধরার জন্য মুচিপাড়া এলাকায় অপেক্ষা করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা এক ব্যক্তি নিজেকে পুলিস অফিসার পরিচয় দিয়ে তাঁর ব্যাগে মাদক আছে বলে তল্লাশি শুরু করে। তখন কয়েকজন যুবক ব্যবসায়ীকে ঘিরে ধরে ব্যাগ নিয়ে চম্পট দেয়। এরপরই ওই ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস ঘটনার তদন্তে নামে।
  • Link to this news (বর্তমান)