• বারাসত শহরে ছাই ২টি দোকান
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত শহরে পুড়ে ছাই হয়ে গেল দু’টি দোকান। বুধবার সাতসকালে ঘটনাটি ঘটেছে বারাসতের ১২ নম্বর রেলগেটের পাশেই। দু’টি জামাকাপড়ের দোকানই ছাই হয়ে গিয়েছে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এছাড়া আগুনে আশেপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।  এদিন সকালে ১২ নম্বর রেলগেট এলাকায় রেলের ওভারহেড তারে একটি পায়রা এসে বসে। তাতে হয়ে যায় শর্ট সার্কিট। পাশেই দুটি অস্থায়ী দোকান ছিল– একটি কাপড়ের,অন্যটি বেল্টের। আগুনে ঝলসে যাওয়া পায়রাটি একটি দোকানের উপর এসে পড়তেই ঘটে যায় বড় বিপত্তি। আগুন ধরে যায় দোকানে। খবর পেয়ে স্থানীয় হকার ব্যবসায়ীরাই আগুন নেভানোর কাজ হাত লাগান। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এক ব্যবসায়ী বাপ্পা ঘোষ বলেন, আগুনে দুটো দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আরেক ব্যবসায়ী মন্টু মিস্ত্রি বলেন, আগুন লাগতেই পাশের কয়েকটি দোকান থেকে ব্যবসায়ীরা জিনিসপত্র বের করে নেন। দমকলের কর্মীরা সঠিক সময়ে আসায় বড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে।
  • Link to this news (বর্তমান)