নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার শুরু হল অশোকনগর পুরসভায় ‘ওয়ার্ডে বিধায়ক’ কর্মসূচি। এদিন ২০ নম্বর ওয়ার্ডের নাগরিকরা তাঁদের অভাব অভিযোগের কথা বিধায়ককে জানান। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ষাটোর্ধ্ব অসুস্থ কানাইলাল বিশ্বাস লাঠি হাতে এসেছিলেন তৃণমূলের শিবিরে। স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সরকারি পরিষেবা না পাওয়া নিয়ে অভিমান ছিল তাঁর। বিধায়ক নারায়ণ গোস্বামী সে কথা শোনার পর তাঁকে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন। তাঁকে সুস্থ করে বাড়ি ফেরানো বা সরকারি পরিষেবা পাওয়ার বিষয়েও আশ্বস্ত করেন। এদিন কয়েকশো নাগরিক ওয়ার্ডে বিধায়ক কর্মসূচিতে গিয়ে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন। তৃণমূল বিধায়ক বলেন, এদিন নাগরিকরা যেসব দাবি জানিয়েছেন, সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে। দ্রুত সেগুলির সুরাহা হবে।