• পুলিশে বড়সড় রদবদল, সরলেন মুরলী ধর, অতিরিক্ত CP প্রণব কুমার
    আজ তক | ২১ নভেম্বর ২০২৪
  • কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে সরানো হল মুরলী ধরকে। তাঁর জায়গায় এই পদে এলেন প্রবীণ কুমার। তাঁকেই কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ দেওয়া হয়েছে। মুরলীধর শর্মাকে পাঠানো হল ব্যারাকপুরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকাডেমিতে। ইনস্পেক্টর জেনারেল (আইজি) পদে তাঁকে পাঠানো হয়েছে। মুরলী ধর ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানও।

    এছাড়া, স্বাতী ভাঙ্গালিয়াকে হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে এসপি সাইবার পদে আনা হয়েছে। সুবিমল পালকে ডিসি সেন্ট্রাল হাওড়া পদ থেকে সরিয়ে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার পদে বসানো হয়েছে। হাওড়ার ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতোকে ডিসি সেন্ট্রাল হাওড়া পদে নিয়ে আসা হয়েছে। রাজ্য পুলিশের আইবি থেকে সুরিন্দর সিংকে হাওড়ার ডিসি সাউথ পদে বদলি করা হয়েছে। এছাড়াও রাজ্য পুলিশের এসটিএফ-এ অনেক অফিসারকে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, রুটিন মাফিকই এই বদলি করা হয়েছে।

    আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার প্রথমে কলকাতা পুলিশের হাতে ছিল। সেই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন মুরলী ধর। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে গিয়েছিলেন। চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশই। পরে এই ধর্ষণ-খুনের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷
  • Link to this news (আজ তক)