• এখনই জাঁকিয়ে শীত নয়
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৪
  • নিরুফা খাতুন: আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। ঘনাচ্ছে নিম্নচাপ। তার প্রভাবে কি বাড়বে তাপমাত্রা? শীতের ঘরে পড়বে কাঁটা? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

    ২৩ নভেম্বর, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর পর সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। এছাড়াও ক্ষিণ তামিলনাডু এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ বাংলাদেশের রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তবে তার প্রভাব বাংলার আবহাওয়ায় তেমন নেই।

    রাজ্যজুড়েই শীতের আমেজ। বইছে উত্তরে হাওয়া। পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রি নিচে নেমে গিয়েছে পারদ। তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হাওয়া অফিস বলছে, এখনই জাঁকিয়ে শীত নয়। কনকনে ঠান্ডা পরতে ডিসেম্বরের মাঝামাঝি হবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

    জেলায় জেলায় মাঝারি কুয়াশা। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা বেশি। মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।

    কলকাতায় আগামী কয়েক দিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে শহরের তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ।
  • Link to this news (প্রতিদিন)