সংবাদ প্র তিদিন ডিজিটাল ডেস্ক: রিসর্টে জুনিয়র ডাক্তারদের ফুর্তির ভিডিওতে তোলপাড় সোশাল মিডিয়ায়। আন্দোলন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এক ছবি তুলে ধরে অভিযুক্তদের সঙ্গে জুনিয়র ডক্টরস ফ্রন্টের মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার নামও জড়িয়েছেন অনেকে। এবার সোশাল মিডিয়ায় সরব হলেন তিনি। জানালেন, আন্দোলনের সময় বহু মানুষের সঙ্গে ছবি উঠেছে, তা ব্যবহার করে যে কোনও ঘটনায় নাম জুড়ে দিলে তা অন্যায় হবে। পাশাপাশি অন্যায়ের সঙ্গে জড়িত কেউ ডাক্তার হোক বা মন্ত্রী, তাঁদের শাস্তির দাবিতেই সরব হবেন তাঁরা। এদিকে অভিযুক্ত শৌনক হুঁশিয়ারি দিয়েছেন মানহানি মামলার।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]