নিয়মিত কর মেটানোর ঝক্কির কারণে অনেকে ওই সব গাড়ি আর নতুন করে নথিভুক্ত করতেন না। এ বার সেগুলি নথিভুক্ত করার বিশেষ ব্যবস্থা চালু করছে পরিবহণ দফতর। মূলত ৫০ বছর বা তার বেশি পুরনো গাড়ি নথিভুক্ত করার জন্য বিবেচিত হবে বলে জানিয়েছে তারা। এককালীন ২০ হাজার টাকার বিনিময়ে ১০ বছরের জন্য গাড়ি নথিভুক্ত করার সুযোগ পাবেন চালকেরা। পরে পাঁচ হাজার টাকা দিয়ে তা নবীকরণ করা যাবে।
এ ক্ষেত্রে গাড়ির মালিকদের হাই সিকিয়োরিটি নম্বর প্লেটের পরিবর্তে সাধারণ নম্বর প্লেট এবং একটি পিতলের বিশেষ ফলক দেওয়া হবে। নতুন রেজিস্ট্রেশন নম্বর এবং ফলক গাড়িতে ব্যবহারের সুযোগ পাবেন গাড়ির মালিকেরা।
পিতলের ওই ফলক দেখেই গাড়িটিকে ভিন্টেজ মর্যাদার গাড়ি হিসাবে চেনা যাবে। তবে, ওই সব গাড়ি নিয়মিত রাস্তায় চালানোর বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ মিলবে না। সদ্য জারি হওয়া নির্দেশ অনুযায়ী, ওই সব গাড়ির জন্য মালিকদের পথকর-সহ অন্যান্য কর দিতে হবে না। নতুন নির্দেশের ফলে ভিন্টেজ গাড়ি সংগ্রহে রাখা নিয়ে মালিকদের আইনি সমস্যা কমবে। তবে বিশেষ ক্ষেত্রে ওই সব গাড়ি পুরনো ব্যবস্থা মেনে নিয়মিত কর দিয়ে চলতে পারবে।
ভিন্টেজ গাড়ি নথিভুক্তির সুবিধা পাওয়ায় তা সংগ্রহে রাখা নিয়ে সমস্যা কমবে। পরিবহণ দফতরের কাছেও রাজ্যের কোথায় কী গাড়ি রয়েছে, সেই পরিসংখ্যান থাকবে। নতুন ব্যবস্থা সরকারের কর আদায়ের পথ খুলবে বলেও মনে করা হচ্ছে।ভিন্টেজ গাড়ি সংগ্রহে রাখার বিপুল খরচের কারণে সে সব নতুন করে নথিভুক্ত করতেন না অনেকেই। সরকারের কাছে গাড়ির সংখ্যার হদিস না থাকায় রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফলে নয়া ব্যবস্থায় কর আদায়ের পথও খুলবে বলে খবর।