বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে রাজ্য, হাইকোর্টে জানাল কেন্দ্র
আজ তক | ২১ নভেম্বর ২০২৪
RG Kar Incident: আর জি কর কাণ্ডে প্রকাশ্যে বারবার তরুণীর নাম মুখে এনেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার তথা আইপিএস বিনীত গোয়েল। এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই ঘটনায় নোটিস ইস্যু করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। সেই প্রেক্ষিতে, কেন্দ্র জানায়, নির্যাতিতার নাম বলায় বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে রাজ্য।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আদালতে কেন্দ্র জানিয়েছে আইপিএস যে রাজ্যে কর্মরত। সেই রাজ্য পদক্ষেপ নিতে পারবে। কেন্দ্রকে যেন এই মামলা থেকে দূরে রাখা হয় সেই প্রস্তাবও দেওয়া হয়।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে প্রাক্তন আইপিএস বিনীত গোয়েল সংবাদমাধ্যমে বারংবার নির্যাতিতার বিরুদ্ধে নাম প্রকাশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক মহিলা আইনজীবী।
সেই সময় বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান তিনি। শেষ শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আরজি কর কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই বিষয়টি জানানোর কথা বলেছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।