'সংগঠনের কাজটাই ভাল ভাবে করুক,' অভিষেক প্রসঙ্গে যা যা বললেন সৌগত
আজ তক | ২১ নভেম্বর ২০২৪
বিধায়ক হুমায়ুন কবিরের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ-মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী করার প্রস্তাবের সঙ্গে একমত নন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়। আজ তক বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিষেককে উপ-মুখ্যমন্ত্রী করার প্রসঙ্গে তাঁর মত প্রকাশ করেন। পাশাপাশি রাজ্যে পুলিশের ভূমিকা নিয়েও সুর চড়ান বরিষ্ঠ নেতা।
কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা 'ব্যতিক্রমী'...
কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টাকে 'ব্যতিক্রমী' বলে দাবি করেন দমদমের সাংসদ। বলেন, বাইরে থেকে শ্যুটার চলে আসছে। তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের কোনও দুষ্কৃতী ধরা পড়লে তৃণমূলের নেতা-মন্ত্রীরাই নাকি দুষ্কৃতীদের ছেড়ে দিতে বলছে বলে দাবি করেন মদন মিত্র। এ বিষয়ে সহমত হননি সৌগত রায়। তাঁর মতে, পুলিশের একাংশ ভালো, আরেকাংশ ভালো কাজ করছে না বলে। এই ধরনের কোনও নেতা ধরা পড়লে তৃণমূলের কোনও নেতা ছাড়াতে যাবেন কিনা তাঁর জানা নেই।
অভিষেক প্রসঙ্গে সৌগত রায়
অভিষেক প্রসঙ্গে সৌগত রায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি খুব ভালো কাজ করছেন। সংগঠনের কাজ খুব ভালোভাবে দেখছেন, দেখলে সংগঠনের ভালো হয়। আমার সমস্যা হয়, যখন আমার থেকে কোনও জুনিয়রের বিষয়ে প্রশ্ন করা হয়, এতে আমি অসম্মানিত বোধ করি। আমার সম স্তরের রাজনৈতিক নেতা হলে জবাব দিতাম।" ফিরহাদ হাকিমের মন্তব্যে সহমত জানিয়ে সৌগত রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম এবং শেষ কথা।"
পুলিশের প্রতি অনাস্থা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা?
এ বিষয়ে সৌগতবাবু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নীতি ঠিক করে দেন, তা রূপায়ণ করার দায়িত্ব পুলিশের। কিছু পুলিশ ভালো কাজ করছে।
প্রসঙ্গত, হুমায়ুন কবির বলেন, ‘আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসাবে দেখতে চাই। তাঁর এই মন্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।