• সুন্দরবনে শুরু হল বাঘশুমারি, ৪৫ দিন ট্র্যাপ ক্যামেরা বসিয়ে চলবে গণনা...
    ২৪ ঘন্টা | ২১ নভেম্বর ২০২৪
  • প্রসেনজিত্‍ সর্দার: ভারতীয় ভূখন্ডের সুন্দরবনে বাঘের সংখ্যা ঠিক কতটা? তা সঠিক ভাবে নির্ধারণের জন্য গণনার কাজ শুরু হল। গণনার কাজে ব্যবহার করা হবে ট্র্যাপ ক্যামেরা। বৃহষ্পতিবার থেকে ক্যামেরা বসানোর কাজ শুরু হল। চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। সুন্দরবনের গাঢ় জঙ্গল থেকে ক্যামেরা তোলার কাজ শুরু হবে আগামী ২০২৫ বর্ষের ৬ জানুয়ারী। শেষ হবে ১২ জানুয়ারী। অর্থাৎ ক্যামেরাগুলো সুন্দরবন জঙ্গলে ৪৫ দিন বসানো থাকবে। দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ সূত্রে খবর, মাতলা রেঞ্জের অধীনে ৪০ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হবে।

    এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অধীনে রায়দিঘী রেঞ্জে ১৪০ টি ও রামগঙ্গা রেঞ্জের অধীনে ১৪০ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হবে। উল্লেখ্য, সুন্দরবনের মোট বনাঞ্চল ১০৮১৩ বর্গ কিমির মধ্যে ৪৭২৬ বর্গ কিমি ভারতীয় ভূখন্ডের অর্থাৎ সুন্দরবনের ৩৮ শতাংশ ভারতের এবং ৬২ শতাংশ বাংলাদেশের অধীন। ফলে বাঘের যে এলাকা রয়েছে সেই  ৪১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধির ছবি তুলবে অত্যাধুনিক স্বয়ংক্রীয় এই ট্র্যাপ ক্যামেরা। এছাড়াও বাঘ কোন এলাকায় বেশি ঘোরাঘুরি করছে এবং কি করছে? জঙ্গলের মধ্যে সেই সমস্ত ঘটনার সবটাই রেকর্ড হবে ট্র্যাপ ক্যামেরায়।

    অন্যদিকে বেশি সংখ্যক বাঘের ছবি যাতে ধরা পড়ে, তার জন্যই ৩০ দিনের পরিবর্তে ৪৫ দিন জঙ্গলে রাখা থাকবে ক্যামেরাগুলো। কোনও বাঘ ক্যামেরা বসানো জায়গায় ৩০ দিন না এলেও পরে ঘুরতে ঘুরতে সেখানে হাজির হতে পারে। তখন তার ছবি ধরা পড়বে। এছাড়া স্বয়ংক্রীয় এই ক্যামেরা চালু হওয়ার পর থেকে ব্যাটারির মেয়াদ (চার্জ থাকা পর্যন্ত) থাকে ৪৫ দিন পর্যন্ত। এই পুরো সময়টা কাজে লাগাতে চাইছেন বনদফতরের আধিকারিকগণ।

    উল্লেখ্য, গতবারের মতো এবারও মেছো বিড়াল, বুনো শুকর-সহ অন্যান্য প্রাণীর ছবিও ধরা পড়বে। পরে সেগুলিও পর্যালোচনা করা হবে। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বনবিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একই সঙ্গে এই শুমারির কাজ হবে বলে ঠিক হয়েছে। ক্যামেরা কীভাবে বসাতে হবে, সেজন্য বনকর্মীদের নিয়ে একপ্রস্থ  প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্যদিকে, বাঘেদের চলন, কে কখন দৌড়ে শিকার করছে, কিভাবে শাবকদের নিয়ে মা বিশ্রাম নিচ্ছে, এসব যেমন আগেরবার ধরা পড়েছিল। এবার আশা করা হচ্ছে আরও অনেক অজানা তথ্য ট্র্যাপ ক্যামেরার সাহায্য হাতে আসবে। 

  • Link to this news (২৪ ঘন্টা)