• ট্যাব দুর্নীতি থেকে শিক্ষা? জালিয়াতি রুখতে ‘কন্যাশ্রী’ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা রাজ্যের
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৪
  • গৌতম ব্রহ্ম: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা নিয়ে দুর্নীতিতে এই মূহুর্তে উত্তাল রাজ্য। আঁতুড়ঘর উত্তর দিনাজপুরের চোপড়া। সেখান থেকে গোটা রাজ্যে জাল ছড়িয়েছে জালিয়াতির। জেলা পুলিশ ও কলকাতা পুলিশের তৈরি SIT এনিয়ে তদন্ত করছে। রাজ্যের নানা প্রান্ত থেকে ইতিমধ্যে তদন্তকারীদের হাতে গ্রেপ্তার হয়েছে ২১ জন। এনিয়ে আলোড়নের মাঝে রাজ্যের আরও এক জনপ্রিয় প্রকল্প ‘কন্যাশ্রী’র নিরাপত্তা নিশ্চিত করতে ৬ দফা গাইডলাইন জারি করল রাজ্য সরকারের নারী, শিশু এবং সমাজ কল্যাণ দপ্তর। স্পেশাল কমিশনারের জারি করা ওই চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, রাজ্যের দেওয়া এই গাইডলাইন মেনে চলতেই হবে সকলকে। ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার (এনআইসি) এই মর্মে একটি এসওপি জারি করেছে। মূলত তার ভিত্তিতেই এদিন গাইডলাইন জারি করেছে নবান্ন।

    নতুন গাইডলাইন অনুযায়ী ?

    সময়মতো এই গাইডলাইনগুলো মানা হয়েছে কিনা, তা দ্রুত জানাতে হবে এনআইসিকে। সবমিলিয়ে ট্যাব দুর্নীতির পুনরাবৃত্তি আর যাতে না হয়, সামাজিক প্রকল্পগুলির জন্য রাজ্যের কোষাগার যে অর্থ দেওয়া হচ্ছে, তা যাতে কোনওভাবে নয়ছয় না হয়, তার জন্য কড়া হল রাজ্য সরকার।
  • Link to this news (প্রতিদিন)