কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ নিয়ে কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছিল এলাকায়। স্থানীয়দের আপত্তি উপেক্ষা করেই বৃহস্পতিবার নির্মাণ শুরু হয়েছিল। তখনই উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ, কাজে বাধা দিয়ে নির্মাণে বরাত পাওয়া সংস্থার কয়েক জন কর্মীকে আটকে রেখেছিলেন স্থানীয়েরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন অম্বিকাও। স্থানীয়দের দাবি, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে দেবেন না তাঁরা।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ অম্বিকাকে গ্রেফতার করতেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন স্থানীয়েরা। ভাঙচুর করা হয় মোটরবাইক। বিক্ষোভ সরাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। র্যাফও নামানো হয়। রানাঘাট পুলিশ জেলার সুপার সানি রাজ বলেন, ‘‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’’
তাঁকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন অম্বিকা। তিনি বলেন, ‘‘ঘনবসতির মধ্যে অপরিকল্পিত ভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরির চেষ্টা করছে পুরসভা। স্থানীয় মানুষদের কথা চিন্তা করে আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলাম। পুলিশ আমাকে অনৈতিক ভাবে গ্রেফতার করেছে। যাঁরা প্রতিবাদ করছিলেন, বিনা প্ররোচনায় তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছে। ’’