• কৃষক বন্ধু-র টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? জানিয়ে দিলেন মমতা
    আজ তক | ২২ নভেম্বর ২০২৪
  • বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পে রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মমতা। এর ফলে উপকৃত হবেন কৃষকরা। 

    কৃষকবন্ধু প্রকল্পে কী ঘোষণা?

    মুখ্যমন্ত্রী এদিন বলেন, '২৪-২৫ রবি মরশুমের জন্য কৃষকবন্ধু নতুন প্রকল্পে ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে মোট ২ হাজার ৯৪৩ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল।' আগামীকাল থেকেই এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, 'চলতি বছরেই শুধুমাত্র কৃষকবন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট ৫ হাজার ৮৫৯ কোটি টাকা সহয়তা দেওয়া হল।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, '২০১৯ সাল থেকে বাংলার কৃষক, বর্গাদার, ভাগচাষীদের ২১ হাজার ১৩৪ কোটি টাকা সহায়তা দেওয়া হল। রাজ্যের টাকা, কেন্দ্রের ১ পয়সা নেই।'

    অন্য দিকে, বাংলার শস্য বীমা প্রকল্পে অর্থ বরাদ্দের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'শস্য বীমা প্রকল্পে ১ কোটি ২ লক্ষ কৃষককে আরও ৩ হাজার ২২১ কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, দানার মতো প্রাকৃতিক বিপর্যয়ে বাংলার শস্য বীমা করার সময় নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত থাকে। রাজ্যে ক্যাম্পও করা হয়েছে। প্রায় ৬৫ লক্ষ কৃষক নাম লিখিয়েছেন।'

    অন্য দিকে, আলুর দাম বৃদ্ধি নিয়ে এদিন ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, বাংলার আলু ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর সেই কারণেই আলুর দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, 'আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে যদি তারপর থাকে তাহলে বিক্রি করো।' তাঁর কথায়, 'বাংলার আলু বাইরে চলে যাচ্ছে। বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না।' রাজ্যে কৃষিজীবীদের শস্য বিমা দেয় সরকার। সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা, সরকার বিমা দেব, কিন্তু তারপর আলু ভিন রাজ্যে বিক্রি হয়ে যাবে... এটা হতে দেওয়া যাবে না।' 
  • Link to this news (আজ তক)