২০২২ সালে ২৩ জুলাই ফ্ল্যাটে টানা তল্লাশিতে টাকা উদ্ধার হওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই থেকেই জেলবন্দি তিনি। একাধিকবার মায়ের অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু মেলেনি। ফলত মায়ের সঙ্গে যোগাযোগ বলতে মাঝে মধ্যে ফোনে কথা। তবে মেয়ের বাড়ি ফেরার অপেক্ষা করতেন তিনি। প্রতিবেশীদের বলতেন সেকথা। কিন্তু জীবদ্দশায় মেয়ের দেখা মিলল না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয় অর্পিতার মায়ের। রাতেই খবর পৌঁছয় জেলে। বৃহস্পতিবার সকালেই প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। এদিনই পাঁচদিনের জন্য বাড়ি ফিরবেন অর্পিতা।
নিয়ম কানুন সেরে জেল থেকে বেরতে বেরতেই বেজে যায় বিকেল সাড়ে পাঁচটা। কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই সন্ধেয় বেলঘরিয়ার বাড়িতে পৌঁছন তিনি। সেখানে কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, গ্রেপ্তারির পর দুবছর পেরিয়ে গিয়েছে। তবে জামিন মেলেনি অর্পিতা। গ্রেপ্তারির পর এই প্রথম প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি গেলেন তিনি।