পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে পিকে চৌধুরী রোডের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দেবাশিস। শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তিনি হাওড়া সিটি পুলিশে সিভিক ভলান্টিয়ারের চাকরি করতেন। শিবপুর পুলিশ লাইনের টেলিকম বিভাগে কর্মরত ছিলেন। ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। তাই কী কারণে চরম পদক্ষেপ করেছেন দেবাশিস, এখনও স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৭-১৮ মরশুমে দেবাশিস মহমেডান ক্লাবের হয়ে খেলেছিলেন। সাইড ব্যাক পজিশনে খেলতেন তিনি। পরে কলকাতা ময়দানের বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন।