বিনীতের বিরুদ্ধে অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়ার নাম তিনি প্রকাশ্যে বলেছিলেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। ওই মামলায় হাই কোর্ট কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করে। হাই কোর্টের তরফে বলা হয়, বিনীত আইপিএস অফিসার হিসাবে কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের অধীনে রয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কার অনুমতি লাগবে, সেই প্রশ্ন তোলে হাই কোর্ট। বৃহস্পতিবার কেন্দ্র জানায়, বর্তমানে বিনীত পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করছেন। তাই রাজ্যই ওই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ বৃহস্পতিবার জানায়, কেন্দ্রের এই অবস্থান নিয়ে মামলাকারী নিজের বক্তব্য জানাতে পারবেন। তাঁর হলফনামা জমা দেওয়ার পরে এই মামলার শুনানি হবে। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।