আবারও উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল, কোন কোন বিষয়ে? যা জানা গেল
আজ তক | ২২ নভেম্বর ২০২৪
আবারও উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদলের পথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা, ইংরেজি, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের মতো বেশ কয়েকটি বিষয়ের সিলেবাসে সামান্য সংশোধন হতে চলেছে। উচ্চ মাধ্যমিকে কলা বিভাগের বিভিন্ন বিষয়ের সিলেবাস পরিবর্তনের দাবি তুলছিল শিক্ষকদের একাংশ। তার প্রস্তাবও জমাও পড়ে সংসদে। প্রস্তাব বিবেচনা করে পাঠানো হয়েছিল সিলেবাস রিভিউ কমিটিতে। বৃহস্পতিবার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পড়ুয়াদের ওপর বোঝা কমাতে কয়েকটি বিষয়ের সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
বছর খানেক আগেও উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হয়েছিল। সেই সিলেবাসে প্রথম সেমেস্টারের (একাদশ শ্রেণি) পরীক্ষাও হয়ে গিয়েছে। দ্বিতীয় সেমেস্টারের সিলেবাস প্রকাশিত হয়নি। তাই বইও তৈরি করা যায়নি। এবার বাংলা, ইংরেজি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে বদল আনার কথা ভাবা হচ্ছে।
বর্তমান সংবাদপত্রের খবর অনুযায়ী, একটি সংগঠনের তরফে সিলেবাস নিয়ে আপত্তি উঠেছিল। বাংলা ও ইংরেজির গল্প, গদ্যাংশ, কবিতা এবং নাটকগুলি অনেকাংশেই অপ্রাসঙ্গিক। তারা আরও জানায়, মূলত শহরকেন্দ্রিক পড়ুয়াদের কথা ভেবে এই সিলেবাস তৈরি হয়েছে। যা সমস্ত পড়ুয়াদের জন্য কঠিন। তারা পড়তে গিয়ে আগ্রহ ও খেই দুটোই হারিয়ে ফেলছেন। প্রস্তাব পাওয়ার পর সংসদ আরও বিশদে প্রস্তাব চেয়ে পাঠায়। ওই সংগঠনটির তরফে বিস্তারিত প্রস্তাব পাঠানো হয়।
শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছেন সিলেবাস শেষ করার সময় বিভাজন নিয়েও। বর্তমানের খবর অনুযায়ী, কোনও বিষয়ে নির্দিষ্ট সিলেবাস শেষ করার জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, অন্য বিষয়ের ক্ষেত্রে তা অর্ধেক বা দ্বিগুণ। সেমেস্টার ভেদেও সময়ের এই ফারাক রয়েছে। তাই সময় বিভাজন নিয়েও সংসদকে নতুন করে ভাবার দাবি উঠেছে।
এবার উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ৩ মার্চ। পরীক্ষা চলবে ১৮ মার্চ অবধি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা হবে। ২০২৫ সালের মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। কারণ পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সেমেস্টার পদ্ধতি চালু হয়ে যাবে। বুধবারই উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এর মধ্যেই রাজ্যের সব স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিতে হবে। ২৭ নভেম্বর সেন্টারগুলি থেকে প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করা হবে। স্কুলগুলিকে সেখান থেকেই সংগ্রহ করে নিতে হবে।
শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সঙ্গীত, স্বাস্থ্য, শারীরশিক্ষা-সহ বাকি বিষয়গুলির পরীক্ষার জন্য বিভাগীয় শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নিতে পারবেন। যদি কোনও বিষয়ের শিক্ষক স্কুলে না থাকে, তবে অন্য স্কুল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে এনে পরীক্ষা নিতে হবে। এর জন্য কাউন্সিলের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের অনুমতি নিতে হবে। এর জন্য বিষয় শিক্ষকের সম্মতি লাগবে, স্কুলের প্রধানশিক্ষকের নৌ অবজেকশন সার্টিফিকেট লাগবে। যদি কোনও পড়ুয়া গতবারেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাকে তবে তাকে আর পরীক্ষা দিতে হবে না। পরীক্ষক এবং স্কুলের প্রধানশিক্ষকের সই উত্তরপত্রে থাকলেই হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার উত্তরপত্র এই পর্যায়ে কাউন্সিলে জমা দেওয়ার প্রয়োজন নেই। কাউন্সিল থেকে কোনও নির্দেশ না পাওয়া পর্যন্ত সেগুলি রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রধানশিক্ষকের নিরাপদ হেফাজতে রাখতে হবে। যখন প্রয়োজন হবে তখন কাউন্সিল দ্বারা সংগ্রহ করা হবে। ৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা সংসদের পোর্টালে উত্তরপত্র আপলোড করতে হবে। প্রজেক্ট মার্কসও কাউন্সিলে জমা দিতে হবে শুধুমাত্র অনলাইন মোডে। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের উত্তরপত্রের হার্ড কপি জমা দেওয়ার জন্য কাউন্সিলের অফিসে আসার দরকার নেই।