• সাগরে দানা বাঁধছে নিম্মচাপ, আবার কি বৃষ্টি নামবে? রইল আবহাওয়ার খবর
    আজ তক | ২২ নভেম্বর ২০২৪
  • Low pressure over southeast Bay of Bengal: কলকাতায় এখনও জাঁকিয়ে শীত পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,নভেম্বরের বাকি দিনগুলিতেও জাঁকিতে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে শীতের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। কয়েকদিন রাজ্যের দুই বঙ্গেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় বদল হবে না। ধীরে ধীরে তাপমাত্রা কমবে। তাই শীতও বাড়বে ধীরে ধীরে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হচ্ছে না। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। ইতমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ শীত একইরকম থাকবে। কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে সকালে এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়াও কুয়াশা পড়তে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

    উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

    কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বড় ধরনের কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা কমতে পারে, কিন্তু তা জাঁকিয়ে শীতের জন্য পর্যাপ্ত নয়। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়।
  • Link to this news (আজ তক)