দক্ষিণ আন্দামান সাগরে নয়া ঘূর্ণিঝড় ‘ফেনজল’! প্রভাব পড়বে বাংলায়?
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডানার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতে ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২৩ তারিখ শনিবার সেটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘ফেনজল’। এই নাম সৌদি আরবের দেওয়া।
ঘূর্ণিঝড় তৈরি হলে বঙ্গে তার প্রভাব কী? কোন দিকে এগোবে এই ঝড়? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরুতে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্মচাপে পরিণত হবে। মৌসম ভবন জানিয়েছে, ওই নিম্মচাপটি সাগর থেকে জলীয় বাস্প সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এগোবে কোন দিকে? আবহাবিদদের অনুমান, সেটি দক্ষিণ ভারতের উপকূল এলাকায় ছাড়ছে পড়বে। যার জেরে আনান্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বঙ্গে ফেনজলের প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। রাজ্যে শীতের আমেজ থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শীতের আমেজ বজায় থাকবে। কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। বেলায় আকাশ পরিষ্কার হবে