বৃহস্পতিবার বেলার দিকে মালদহের কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাড়ির ছাদ থেকে শামিউল ইসলামের দেহ উদ্ধার হয়েছিল। দেহের পাশেই পড়ে ছিল সেভেন এমএম পিস্তলটি। ওই ঘটনার পরেই নিহতের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন। তার তদন্তে নেমে শামিউলের বন্ধু সাফিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছিল। বাড়ির ছাদে উঠে রিল বানাচ্ছিল শাফিউল এবং সাফি। সাফির হাতে একটি সেভেন এমএম পিস্তল ছিল। সেই পিস্তল দিয়ে ভিডিয়ো বানাতে গিয়েই ঘটনাটি ঘটে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে শামিউলের ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ফোন থেকেই দুই বন্ধুর রিলস বানানোর বিষয়টি জানা যায়। এর পরেই গ্রেফতার করা হয় সাফিকে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে সেভেন এমএম পিস্তল ছাড়াও রক্তের দাগ লেগে থাকা কালো-নীল রঙের একটি কম্বল, গোলাপি রঙের একটি বিছানার চাদর উদ্ধার হয়েছে।