দূরপাল্লার ট্রেনে শিশু ও কিশোর-কিশোরীদের পাচার হয়ে যাওয়া আটকাতে অভিযান চালিয়ে পূর্ব রেল এই নভেম্বর মাসে এ পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করেছে। বিভিন্ন দূরপাল্লার ট্রেনে শিশু ও কিশোর-কিশোরীদের একা সফর করার প্রবণতা বাড়ছে দেখে এ বিষয়ে খোঁজখবর শুরু করে আরপিএফ। দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে ওই সব নাবালককে কেটারিং সংস্থায় অথবা বিউটি পার্লারে কাজের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বহু ক্ষেত্রেই ধরা পড়ার ঝুঁকি এড়াতে পাচারকারীরা ওই সব শিশু-কিশোরদের ট্রেনের টিকিট কেটে সফরের ব্যবস্থা করে দিয়েছিল বলে অভিযোগ। ভয় এবং প্রলোভনের মুখে বয়স লুকিয়েই ওই নাবালক-নাবালিকারা রেলে সফর করছিল বলে অভিযোগ।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাসিন্দা এক কিশোরীর খোঁজ করতে গিয়ে তাকে উদ্ধার করার পাশাপাশি আরও এমন পাঁচ জনের খোঁজ পায় আরপিএফ। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।