জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কলকাতা মেট্রো! 'ভারতে রয়েছেন, বাংলাদেশে নয়', চলার পথে দুই মহিলার তুমুল তর্কাতর্কি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। উঠছে নানা প্রশ্ন। যদিও ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।
কলকাতা শহরের 'লাইফলাইন' মেট্রো। মেট্রো পথে জুড়ছে শহরের বিভিন্ন এলাকায়। সেই মেট্রোর কামরাতেই হুলস্থুল কাণ্ড। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করেছেন অভিনব পাল। তার তাতেই দানা বেঁধেছে বিতর্ক।
ভিডিয়ো দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা মেট্রো কামরায় এক মহিলা, অন্য এক মহিলাকে বলছেন, 'আপনি বাংলা বলতে জানেন, কিন্তু ভারতে বসবাস করেও হিন্দি বলতে জানেন না কেন? আপনি বাংলাদেশে নয়, ভারতে রয়েছেন। পশ্চিমবঙ্গ ভারতেরই একটি অংশ এবং আপনাকে অবশ্যই হিন্দি শিখতে হবে'। চুপ করে থাকেনি দ্বিতীয় মহিলাও। পাল্টা জবাব দেন, 'আমি পশ্চিমবঙ্গে থাকি, আপনার জায়গায় নয়'।
প্রথম মহিলা ব্যঙ্গ করে বলেন, 'এই মেট্রো এবং পশ্চিমবঙ্গ আপনার নয়'। উত্তরে দ্বিতীয় জন আবার বলেন, 'পশ্চিমবঙ্গও আমার, মেট্রোও আমার। আমার দেওয়া করের টাকায় এটা তৈরি করা হয়েছে। আপনার টাকা দিয়ে নয়'। এরপর প্রথম মহিলাকে দ্বিতীয় মহিলাকে মামলা করার হুমকিও দেন। সেই ভিডিয়ো-ই এখন ভাইরাল।
এই ভিডিয়োকে কেন্দ্র রীতিমতো সরগরম নেটদুনিয়া। যিনি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেই অভিনব লিখেছেন, 'হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়। সত্যি কথা বলতে, ভারতে কোনও ভাষাকেই জাতীয় ভাষা মর্যাদা দেওয়া হয়নি। এই ভ্রান্ত ধারণা ছড়ানো ও অন্য ভাষাকে উপহার করা বন্ধ করা উচিত'।
তথাগত নামে একজন লিখেছেন, 'অন্য রাজ্য় থেকে পরিযায়ী হিসেবে যাঁরা আসেন, তাঁদের বাধ্য়তামূলক হিসেবে স্থানীয় ভাষা শেখানো উচিত। দীর্ঘদিন ধরেই বাংলায় এইসব মানুষদের সহ্য করা হচ্ছে। ওরা প্রকাশ্যে স্থানীয় মানুষদের ব্যঙ্গ করে, স্থানীয় ভাষা শিখতে চায় না। মহারাষ্ট্রের মতো অপারেশন দরকার'। আরও একজনের মতে, পাকিস্তানের জিন্না ও জুলফিকার ভুট্টোরও একই মানসিকতা ছিল। কোন হিন্দিওয়ালা তাদের রাজ্যে এলে, কেন বাঙালি, পঞ্জাবি বা তামিলরা নিজেদের ভাষায় কথা বলতে পারবে না? হিন্দিওয়ালার থেকে ভারতের তাদের অবদান অনেক বেশি'।