হঠাত্ মেট্রো বন্ধ, সাত সকালে ভীষণ দুর্ভোগ, আবার কী হল?
আজ তক | ২৩ নভেম্বর ২০২৪
সাত সকালে কলকাতা মেট্রো বিভ্রাট। দমদম থেকে কবি-সুভাষ লাইনে পরিষেবা বন্ধ রয়েছে। স্টেশনের বোর্ডে লিখে দেওয়া হয়েছে পরিষেবা বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ট্রেন। যাত্রীদের নেমে যেতে বলা হয়েছে। টিকিট বিক্রিও বন্ধ করা হয়েছে। যার কারণে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ঠিক কী কারণে পরিষেবা বন্ধ রয়েছে তা এখনও পরিষ্কার নয়। সূত্রের খবর, পাওয়ার কাটের কারণেই এই সমস্যা।
যাত্রীরা জানিয়েছেন, বেলগাছিয়া, শ্যামবাজার, চাঁদনি চক স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ট্রেন। ঘোষণা করে দেওয়া হয় যে আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমেও যেতে বলা হয়। মেট্রো স্টেশন ছেড়েই বেরিয়ে যেতে বলা হয়।
এদিকে, আজ থেকে বড় পরিবর্তন আসছে কলকাতা মেট্রো রেলে। কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটের মেট্রোতে পরিবর্তন আসছে। দমদমের বদলে নোয়াপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে বেশিরভাগ মেট্রো। ২৩ ও ২৪ তারিখ ট্রায়াল হবে। শনিবার অর্থাৎ ২৩ নভেম্বর নোয়াপাড়া থেকে ২৩৮টি ট্রেন যাত্রা শুরু করবে। আর ২৪ তারিখ রবিবার ১৩০টি ট্রেন নোয়াপাড়া থেকে যাত্রা শুরু করবে। শনিবার নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ পরিষেবাও দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৪০ মিনিটে। নোয়াপাড়া থেকে রাতের শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪০ মিনিটে।
রবিবার অর্থাৎ ২৪ নভেম্বর প্রথম মেট্রো দমদমের পরিবর্তে নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল ৯টায়। দক্ষিণেশ্বর থেকেও একই সময়ে পাওয়া যাবে প্রথম মেট্রো। রাতের শেষ মেট্রো পরিষেবা নোয়াপাড়া থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে।
জানা গিয়েছে, ভবিষ্যতে দমদমের বদলে নোয়াপাড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে বেশিরভাগ মেট্রো। তারই প্রস্তুতি নিতেই ট্রায়াল। এখন প্রত্যেক সপ্তাহের কাজের দিনগুলিতে কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটে সারাদিনে ২৯০টি ট্রেন চলে। তার মধ্যে দমদম মেট্রো স্টেশনে যাত্রা শেষ করে ১৫৮টি। বাকি ১৩২টি পরিষেবা চলে দক্ষিণেশ্বর পর্যন্ত। এবার থেকে সারাদিনে ১৫৮টি মেট্রো চলতে পারে নোয়াপাড়া পর্যন্ত। যদিও মেট্রো রেলের তরফে সরকারি ভাবে এখনও কিছুই জানানো হয়নি।